দেশজুড়ে

কুড়িগ্রামে কলেজছাত্রের আত্মহত্যা

কুড়িগ্রামে আরিফুল হাসান শান্ত (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের ব্যাপারীপাড়ার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আরিফুল হাসান শান্ত ভোগডাঙ্গা এ কে বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুল হকের ছেলে ও স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার মা আম্বিয়া খানম ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা ৭/৮ মাস থেকে চাল ব্যবসায়ী আতার বাসায় ভাড়া থাকতেন। এক মেয়ে এক ছেলের মধ্যে আরিফুল ছোট।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। নিহত শান্ত মানসিক সমস্যায় ভুগছিল। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নাজমুল হোসাইন/আরএআর/পিআর