জোকস

আজকের কৌতুক : সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে

কৌতুক- এক : সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে রাস্তায় অনেক সুন্দরী এক মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক ছেলে হোচট খেয়ে রাস্তার পাশে দাঁড়ানো এক গরুর পায়ের কাছে গিয়ে পড়লো।মেয়েটি ছেলেটিকে লজ্জা দিয়ে বলল, ‘কী ব্যাপার ভাইয়া, বড় ভাইয়ের পা ধরে কি সালাম করছেন?’উত্তরে ছেলেটি বলল, ‘জ্বি ভাবি!’

> আরও পড়ুন- আজকের কৌতুক : আপনি তো কানে বেশি শোনেন

****

কৌতুক- দুই : মাথা ন্যাড়া করতে কত?পাপ্পু সেলুনে গেছে মাথা ন্যাড়া করতে-পাপ্পু: মাথা ন্যাড়া করতে কত লাগবে?নরসুন্দর: ৫০ টাকা।পাপ্পু: সেভ করতে কত লাগবে?নরসুন্দর: মাত্র ২০ টাকা।পাপ্পু: তাহলে আমার মাথাটা সেভ করে দাও!

> আরও পড়ুন- আজকের কৌতুক : তরুণীকে চুমু দিয়ে আত্মহত্যা করল যুবক

****

কৌতুক- তিন : নিজেকে বোকা ভাবিস?শিক্ষক: যারা নিজেকে বোকা ভাব, তারা উঠে দাঁড়াও!কিন্তু কেউ উঠে দাঁড়াল না। কিছুক্ষণ পর মুখে একটা মজার হাসি নিয়ে উঠল ক্লাসের সবচেয়ে পাজি ছাত্র রবি।

শিক্ষক: ও... তাহলে তুই নিজেকে বোকা ভাবিস?রবি: স্যার, ঠিক তা নয়। আসলে আপনি একাই দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখায় না!

এসইউ/এমএস