দেশজুড়ে

প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির জহিরুল

মাদারীপুর-১ (শিবচর) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আপিল শুনানি শুরুর পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রে ভুল ও অসঙ্গতিপূর্ণ তথ্য দেয়ায় গত রোববার (২ ডিসেম্বর) জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম মিন্টুর মনোনয়ন বাতিল ঘোষণা করেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। পরে জহিরুল নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন।

এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর