ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির জন্য বিশেষ কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।
কোটায় আবেদনকারীদের মধ্যে মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা ছাড়া উপজাতি, ক্ষুদ্রজাতিসত্ত্বা নৃ-গোষ্ঠী সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, হরিজন-দলিতদের ভর্তি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১৯ নম্বর কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিশেষ কোটা নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষাৎকারের সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশেষ কোটার প্রমাণপত্রসহ এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল সনদপত্র এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এছাড়াও তিনি সকলকে যথাসময়ে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন।
ফেরদাউসুর রহমান সোহাগ/এমএএস/এমএস