দেশজুড়ে

নিখোঁজের দুইদিন পর মিলল ব্যবসায়ীর মরদেহ

চাঁদপুরের হাজীগঞ্জ রেল লাইনের পাশ থেকে নিখোঁজের দুইদিন পর এরশাদ উল্যাহ কাঞ্চন (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এরশাদ উল্যাহ কাঞ্চন হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী এবং আলহাজ আবদুল মতিনের ছোট ছেলে।

নিহতের বড় ভাই আতিক উল্যাহ জাগো নিউজকে বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে ব্যবসায়িক তাগাদার জন্য কাঞ্চন দোকান থেকে বের হয়। এরপর তার খোঁজ মেলেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোনো খবর পাওয়া যায়নি। আজ সকালে লোকজন চাঁদপুর-লাকসাম রেল লাইনের হাজীগঞ্জ স্টেশনের পশ্চিম পাশে একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা মরদেহটি কাঞ্চনের বলে শনাক্ত করে আমাদের ফোন করে।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা নেই। ঠিক কি কারণে তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয়া হয়েছে তা বুঝতে পারছি না।

চাঁদপুর জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম জাগো নিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইকরাম চৌধুরী/আরএআর/পিআর