দেশজুড়ে

নৌকার প্রচারণায় শহীদ নুরুল হকের মেয়ে

একাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম এনামুল হক শামীমের পক্ষে নৌকার প্রচারণা শুরু করেছেন শহীদ নুরুল হকের মেয়ে জোবায়দা হক অজন্তা।

মঙ্গলবার দুপুর ১২টায় নড়িয়া প্রেস ক্লাব থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে শহীদ সংসদ সদস্য নুরুল হক ফাউন্ডেশনের আয়োজনে নৌকার পক্ষে ভোট চান অজন্তা।

এ সময় সাবেক ছাত্রলীগ নেতা সুব্রত কুমার বিশ্বাস, অজন্তার ভাই দুলাল দেওয়ান, নাজমুল হক দুর্জয়, ফিরোজ হোসেন দুলাল ও চাচা শাহ আলম হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাধীনতার পর শরীয়তপুর-২ আসনের (নড়িয়া) প্রথম সংসদ সদস্য ছিলেন শহীদ এএফএম নুরুল হক হাওলাদার। নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যে আততায়ীর গুলিতে নিহত হন তিনি। বর্তমানে শরীয়তপুর-২ আসনটি নড়িয়া উপজেলার সঙ্গে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাকে যুক্ত করা হয়।

এ আসন থেকে নুরুল হকের মেয়ে অজন্তা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। পরে এ আসন থেকে একেএম এনামুল হক শামীমকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

জোবায়দা হক অজন্তা বলেন, নড়িয়া-সখিপুরের মাটিতে আমার বাবা এমপি নুরুল হকের রক্ত লেগে আছে। এ এলাকার মাটি ও মানুষের সঙ্গে আমার বাবার আত্মিক সম্পর্ক ছিল। এলাকার উন্নয়নকে মাথায় রেখে স্বপ্নের জাল বুনেছিলেন, কিন্তু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আগে তাকে হত্যা করে এ এলাকার মানুষের স্বপ্ন ভেঙে দেয়া হয়।

তিনি বলেন, আমরা তখন ছোট ছিলাম। বাবার আদর্শকে বুকে ধারণ করে আমরা বড় হয়েছি। বাবার আদর্শ ধরে রাখতে শরীয়তপুর-২ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শামীম ভাইকে মনোনয়ন দিয়েছেন। তাই আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করতে শামীম ভাইয়ের পক্ষে মাঠে নেমেছি। দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের সারথি হয়ে এলাকার মানুষের জন্য নিজেকে নিবেদন করতে চাই।

মো. ছগির হোসেন/এএম/এমএস