সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের নতুন সম্পদ ব্যবস্থাপক হিসেবে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের নিয়োগে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৬৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানিয়েছেন, সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের বর্তমান সম্পদ ব্যবস্থাপক আলিফ অ্যাসেট ম্যানেজমেন্টের পরিবর্তে নতুন সম্পদ ব্যবস্থাপক অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের নিয়োগের ব্যাপারে কমিশন সম্মতি দিয়েছে।
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা ২০০১- এর ৩১(২) বিধি মোতাবেক সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের দুই-তৃতীয়াংশের বেশি ইউনিট মালিকদের মতামতের ভিত্তিতে এবং ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের আবেদনের প্রেক্ষিতে এ সম্মতি দেয়া হয়েছে।
এমএএস/এএইচ/এমএস