টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তমেজ উদ্দিন (৪০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক আরোহী।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর ফায়ার সার্ভিস ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তমেজ উদ্দিন নাগরপুর উপজেলার ডাঙ্গা ধলাপাড়া গ্রামের মৃত রাইজুদ্দিনের ছেলে। তিনি ঘাটাইল সেনানিবাসের একজন সৈনিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ওই দুইজন নাগরপুর বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা নাগরপুর ফায়ার সার্ভিস ভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেনা সদস্য তমেজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন ।
নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ট্রাক্টরের চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর