দেশজুড়ে

হার্ডিঞ্জ ব্রিজের দুর্ঘটনায় তদন্ত কমিটি

হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রী হতাহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে দফতর। পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) ও তদন্ত কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সদস্য সচিব পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী মনিরুজ্জামান মনির, বিভাগীয় যান্ত্রীক প্রকৌশলী (লোকো) শেখ হাসানুজ্জামান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজাউন রহমান, বিভাগীয় চিকিৎসক সুজিত কুমার সাহা।

এ কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিভাগীয় কমান্ডেন্ট রেজাউন রহমান বলেন, ট্রেনের ছাদে যেন কোনো যাত্রী উঠতে না পারে সেজন্য স্টেশনে নিরাপত্তা কর্মী ও জিআরপি রেলওয়ে পুলিশের পক্ষ থেকে দায়িত্ব পালন করার কথা রয়েছে। ঘটনাটি তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দেয়ার পর স্টেশনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস