দেশজুড়ে

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী আটক

মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদের মধ্যে সদর থানা ১৪ জন ও গাংনী থানা চার জনকে আটক করেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে আভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে অনেকেই নাশকতা মামলার আসামি বলে জানান তিনি।

আসিফ ইকবাল/আরএআর/আরআইপি