টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক খালিদ হাসান উত্থানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আভঙ্গী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গোপালপুর উপজেলার পৌরসভার আভঙ্গী এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
এ বিষয়ে গোপালপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত বিএনপি নেতা খালিদ হাসানের বিরুদ্ধে গোপালপুর থানায় ছাত্রলীগ নেতা ইমরান হত্যা, পুলিশের ওপর হামলাসহ চারটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আভঙ্গী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ