দেশজুড়ে

টাঙ্গাইলে ডিআরইউ সভাপতিকে সংবর্ধনা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেনকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল প্রেসক্লাব। শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়াম-২ এর হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ ও অ্যাডভোকেট আতোয়ার রহমান আজাদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেনের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর