রাজনীতি

‘নৌকায় ভোট দিলেই ভাগ্যোন্নয়ন হয়’

বাঙালি জাতি যতবার নৌকায় ভোট দিয়েছে ততবারই তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। ৭১-এ যে নৌকা দেশের স্বাধীনতা এনে দিয়েছে, ২০১৮ সালে সেই নৌকা একটি উন্নত, সমৃদ্ধ দেশ উপহার দেবে। এ দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও শান্তি-সমৃদ্ধির জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার কোন বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম এনামুল হক শামীম নিজ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে এসব বলেন।

শুক্রবার রাতে এই আসনের সাবেক এমপি নুরুল হক হাওলাদারের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘শহীদ সংসদ সদস্য নুরুল হক ফাউন্ডেশন’ এর সৌজন্যে ডিঙ্গামানিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ সংসদ সদস্য নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জোবায়দা হক অজন্তা। জোবায়দা হক অজন্তা বলেন, নতুন প্রজন্মের আকাঙ্খা পূরণে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার কোন বিকল্প নেই। এ দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্য চিরতরে বিদায় দিতে হলে নৌকা প্রতীকের বিজয়ের বিকল্প নেই। আজকে যারা ধানের শীষে ভোট চাচ্ছে তারাই এ দেশে জঙ্গিবাদের আমদানি করেছে। সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে। এরাই ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার নামে জীবন্ত মানুষ পুড়িয়ে কাবাব বানিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের কর্মসংস্থানের কথা মাথায় রেখে এবার দলের নির্বাচনী ইশতেহার তৈরি করেছেন। তিনি এ দেশের খেটে খাওয়া, প্রান্তিক মানুষের কথা, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নারী, শিশুসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করে আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা রচনা করেছেন। তিনি দক্ষিণাঞ্চলের মানুষের কথা চিন্তা করে পদ্মাসেতুসহ অনেক উন্নয়ন কাজ হাতে নিয়েছেন। তাই দক্ষিণাঞ্চলের মানুষও তাকে ফিরিয়ে দেবে না। এই অঞ্চলের প্রতিটি আসন তাকে আমরা উপহার দিতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বক্তব্য রাখেন নড়িয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি লিটন মোল্লা, ডিঙ্গামানিক ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, শরীয়তপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুন্সী আনোয়ার হোসেন, ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান শিকদার, সাধারণ সম্পাদক শামসুল চৌধুরী, নড়িয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জল মীর মালত ও নুরুল হক ফাউন্ডেশনের সদস্য সচিব নাজমুল হক দুর্জয়।

এইচএস/এমআরএম