দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে বিএনপি নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে রাণীশংকৈল উপজেলার ভাণ্ডারা গ্রামে নিজ বাসভবন থেকে পুলিশ আতাউরকে গ্রেফতার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আতাউরের বিরুদ্ধে চারটি মামলা ছিল। ওইসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন অভিযোগ করেন, আতাউরের নামে কোনো মামলা ছিল না, তাকে গায়েবি মামলায় গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে ঠাকুরগাঁও জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় পুলিশের হাতে আটক হয়েছে ৯ জন। এর মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি।

রবিউল এহসান রিপন/এফএ/এমএস