দেশজুড়ে

সাংবাদিক আবেদুল হক আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার বহুল প্রচারিত দৈনিক আজকের হালচাল পত্রিকার সম্পাদক আবেদুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের মৌলভীপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ জোহর শহরের পৌর মুক্তমঞ্চে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় শেরপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম