দেশজুড়ে

আমাকে একটি সুযোগ দিন : রেজা কিবরিয়া

বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন হবিগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় ড. রেজা কিবরিয়ার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ছিলেন।

দুপুরে উপজেলার পুটিজুরি, ডুবাঐ বাজারে পথসভায় বক্তব্য রাখেন ড. রেজা কিবরিয়া। এ সময় তিনি বলেন, বাবার অনেক পরিকল্পনা ছিল। এসব পরিকল্পনা বাস্তবায়ন করার পূর্বেই ঘাতকরা আমার বাবাকে হত্যা করে। আমার বাবার স্বপ্ন পূরণ করতে যদি আপনারা একটি সুযোগ দেন, বাকিটা সময় উন্নয়ন নিয়ে আর চিন্তা করতে হবে না।

রেজা কিবরিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া পায়ে হেঁটে জেলহাজতে ঢুকেছিলেন। কিন্তু এখন আর উনি হাঁটতে পারেন না। তিনি অপেক্ষা করছেন সরকার বদলের সঙ্গে সঙ্গে মুক্তি পাবেন। খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ধানের শীষে ভোট দিন।

এএম/এমকেএইচ