দেশজুড়ে

বিএনপির দুই প্রার্থীর বাড়ি থেকে ১০৭ নেতাকর্মী আটক

বাগেরহাট-৪ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আব্দুল আলীমের মোড়েলগঞ্জ শহরের এসএম কলেজ রোডের বাসা থেকে মঙ্গলবার বিকেলে ৯৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তাদের ৫/৬ ঘণ্টা সেখানে অবরুদ্ধ রাখা হয়।

অপরদিকে বাগেরহাট ৩ আসনে ধানের শীষের প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াদুদের বাড়িতে হামলার ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ওয়াদুদের ভাই আব্দুল কাদেরসহ পরিবারের দুই সদস্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় রামপালের গৌরম্বা এলাকা থেকেও জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করা হয়। শওকত আলী বাবু/এমএএস/এমএস