দেশজুড়ে

ধানের শীষের দুই প্রার্থীর বাড়ি থেকে ১০৭ নেতাকর্মী আটক

বাগেরহাটে ধানের শীষের দুই প্রার্থীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০৭ নেতাকর্মীকে আটক করেছে। এ সময় বাগেরহাট-৪ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আব্দুল আলীমের মোরেলগঞ্জের বাসা থেকে ৩ রাউন্ড গুলিসহ ১টি সাটারগান, ৬টি প্রেট্রল বোমা ও ৯টি ককটেল উদ্ধার করেছে বলে পুলিশ দাবি করেছে।

এর আগে এই আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আব্দুল আলীমের মোরেলগঞ্জ শহরের এসএম কলেজ রোডের বাসা সাড়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর মঙ্গলবার বিকেলে জামায়াত-বিএনপির ৯৯ নেতা কর্মীকে আটক করে পুলিশ।

অপরদিকে বাগেরহাট-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল ওয়াদুদের গৌরম্বায় গ্রামের বাড়িতে সন্ধ্যায় জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

তবে পুলিশের আটক অভিযানের আগে প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় প্রার্থী ওয়াদুদ ও তার ভাই আব্দুল কাদেরসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাতে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় রাতে সংবাদ সম্মেলনে জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির এসব নেতাকর্মীদের আটক করেছে। তাদের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ ১টি সাটারগান, ৬টি প্রেট্রল বোমা ও ৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শওকত আলী বাবু/এফএ/এমকেএইচ