দেশজুড়ে

‘নিশ্চিহ্ন হইনি, মাঠে আছি’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জাপার প্রার্থী কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, এক শ্রেণির প্রতিপক্ষ বন্ধুরা সারা নবীনগরে প্রচার করেছে কাজী মামুন নবীনগরে থাকবে না, এ মাঠ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু আমি মাঠে আছি, নিশ্চিহ্ন হইনি। ৩০ তারিখ পর্যন্ত মাঠে থাকব।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাপা আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুর রশিদ বলেন, সারাদেশে ১৩২টি আসনে জাপার প্রার্থী উন্মুক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদি সরকারি কোনো চাপে কিংবা ভিন্ন কোনো প্রয়োজনে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলেও একজন কাজী মামুন ৩০ তারিখ নির্বাচনে থাকবে।

তিনি বলেন, আল্লাহ্ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই এ নির্বাচন থেকে কাজী মামুনকে সরিয়ে দিতে পারে। যতদিন বেঁচে থাকব ততদিন নবীনগরের মানুষের পাশে থাকব। আমার কাছে আমার পরিবারের যতটুকু অধিকার নবীনগরের মানুষেরও ততটুকু অধিকার আছে।

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে করা দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে আবারও উন্নয়নের জন্য দলীয় প্রতীক লাঙ্গলে ভোট চান।

নবীনগর উপজেলা জাপার সাবেক সভাপতি এ.টি এম আবদুল্লার সভাপতিত্বে জনসভায় নবীনগর উপজেলা জাপার সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা, জেলা জাপা নেতা আবদুল ওয়াহাব, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের, নবীনগর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি হাফসা সুলতানা স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ