মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. রাজ্জাককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শিশিরপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মেহেরপুর-২ গাংনী আসনের ধানের শীষের প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, আব্দুর রাজ্জাক আমার নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য। সারা দেশের মতো এখানেও ধানের শীষের প্রার্থীকে পরাজিত করার জন্য অভিযান চলছে। এরই অংশ হিসেবে আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। যতই পুলিশি হয়রানি আসুক জনগণ ভোট দিতে যাবে, এবং ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।
আব্দুর রাজ্জাককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার। তবে কেন তাকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি ওসি।
আসিফ ইকবাল/এএম /এমকেএইচ