একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক নিয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এই নিয়ে ২৬৯৯ বর্গ কিমি আয়তনের এ সংসদীয় আসনে হ্যাটট্রিক জয় পায় নৌকার মনোনীত প্রার্থী।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লক্ষ ৩৬ হাজার ১’শ ৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নুতন কুমার চাকমা সিংহ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ হাজার ২’শ ৫৭ এবং ধানের শীষ ৫১ হাজার ২’শ ৬৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদুল ইসলাম ভুইয়া।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল জব্বার গাজী ২ হাজার ৯শ ২৫ এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. সোলায়মান আলম শেঠ পেয়েছেন ২ হাজার ৩শ ৪০ ভোট।
এই বিজয়কে নৌকা ও শেখ হাসিনার প্রতি পাহাড়ী জনপদ খাগড়াছড়ির মানুষের অকৃত্রিম প্রেম হিসেবে আখ্যায়িত করে কুজেন্দ্র লাল ত্রিপুরা জেলাবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
৯ উপজেলার ৩৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে মোট পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৬৩৬ জন এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ৩০৭ জন। এ নির্বাচনে ৩ লাখ ৫৭ হাজার ১৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মুজিবুর রহমান ভুইয়া/এসএএস/আরআইপি