দেশজুড়ে

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার টেকানগর গ্রামের বরজু মিয়া (৮০) ও রামপুর গ্রামের রাফিজা বেগম (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমাসহ নানা বিষয় নিয়ে রামপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া ও মেরাজ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বরজু ও রাফিজা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস