দেশজুড়ে

সিলেটে ঘরের চাল কেটে দুর্ধর্ষ ডাকাতি

সিলেট নগরের লন্ডনী রোড এলাকায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে লন্ডনী রোডের অগ্রণী আবাসিক এলাকায় হাজি আহমদ আলী ভিলায় এ ডাকাতির ঘটনা ঘটে।

আহমদ আলী ভিলার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত ৯টায় টিনের চাল কেটে ডাকাতদল ফিল্মি স্টাইলে বাসায় প্রবেশ করে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

স্থানীয় আব্দুল গণি সাজনের স্ত্রী ইমরানা আক্তার জানান, ডাকাতদল আনুমানিক ৯টায় বাসায় ঢুকে ২৫ ভরি স্বর্ণ, ল্যাপটপ, নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় সিসি ক্যামেরা ভেঙে সঙ্গে করে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি উত্তর) মো. আজবাহার আলী শেখ।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

ছামির মাহমুদ/বিএ