সুনামগঞ্জের দিরাইয়ে সহপাঠীর ছুরিকাঘাতে দুই ছাত্র গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে দিরাই সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কণিক দাসকে (১৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও দীপু তালুকদারকে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মুজাহিদুল ইসলাম সর্দার বলেন, দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দিরাই কলেজের একাদশ শ্রেণির ছাত্র গৌতম দাসের (১৯) সঙ্গে একই শ্রেণির কণিক দাসের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে গৌতম দাসের ছুরিকাঘাতে তারা আহত হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গৌতম দাস নামের এক ছাত্রকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিএ