>> জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান>> কাল মডেল হতে যাওয়া বিডি সার্জিক্যাল ফার্মেসিতেও মেয়াদহীন ওষুধ >> উত্তরায় চার প্রতিষ্ঠানকে জরিমানা
রোগ নিরাময়ে প্রয়োজন ওষুধ। যদি হয় মেয়াদহীন, তখন নিরাময়ের পরিবর্তে মরণের কারণ হয় এই ওষুধই। রাজধানীর উত্তরার হাইকেয়ার সেন্ট্রাল হাসপাতালের ফার্মেসিতে মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ। বাড়তি মুনাফার লোভে হাসপাতালটি বিক্রি করছে মানবদেহের জন্য ক্ষতিকারক হেপাটাইটিস-বি'র মেয়াদোত্তীর্ণ ইনজেকশন।
মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বেড়িয়ে আসে এই তথ্য। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে অধিদফতর।
অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ও রজবী নাহার রজনী। এ সময় সার্বিক সহযোগিতা করেন এপিবিএন-১১ এর সদস্যরা।
সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, আজকে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকার ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ৭ নম্বর সেক্টরে হাইকেয়ার সেন্ট্রাল হাসপাতালের ফার্মেসিতে হেপা-বি নামক হেপাটাইটিস'র মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটি বিদেশি কোম্পানির ভিটামিন ডি ওষধ নির্ধারিত মূল্যের চেয়ে ২০০ টাকা বেশি দাম নিচ্ছে। অর্থাৎ ১৫১ টাকার মূল্যের ওষুধ বিক্রি করছে ৩৫০ টাকায়, যা হাতেনাতে প্রমাণিত হয়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের অভিযোগ ভবিষত্যে যেন না হয় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া উত্তরায় অবস্থিত মডেল ফার্মেসির মর্যাদা পেতে যাচ্ছে এমন প্রতিষ্ঠান বিডি সার্জিক্যাল। প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে মেয়াদহীন ইনসুলিন পাওয়া যায়, যা গত ৬ মাস আগেই মেয়াদোত্তীর্ণ হয়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, বিডি সার্জিক্যাল ফার্মেসিটি আগামীকাল বুধবার মডেল ফার্মেসির মর্যাদা পেতে যাচ্ছে।
অপরদিকে মাদার অ্যান্ড কিডস-এ বিভিন্ন বিদেশি কসমেটিক ও লোশন বিক্রি হচ্ছে। যার গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। এ ছাড়া বিদেশি পণ্যের গায়ে আমদানিকারকের নাম ঠিকানা নেই। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে থ্রি সপ শপিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসআই/জেডএ/এমএস