নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের জালোড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সঞ্জিত জালোড়া গ্রামের সত্যেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী সরকার জানান, বুধবার সন্ধ্যার পর থেকে সঞ্জিত বিশ্বাস নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর ভোরে তার মরদেহ বাড়ির অদূরে শশ্মান ঘাটের পাশে বাঁশ বাগানে পাওয়া পায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, সঞ্জিতের সঙ্গে স্থানীয় পর্যায়ের বিভিন্ন মানুষের সুদের ভিত্তিতে আর্থিক লেনদেন ছিল। ধারণা করা হচ্ছে, আর্থিক বিষয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। সঞ্জিতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করতে সন্দেহভাজন ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি