দেশজুড়ে

পরীক্ষার্থী একজন, দায়িত্বে ১২ জন

ভোলার মনপুরা উপজেলায় সুরমা বেগম নামে এক শিক্ষার্থীর দাখিল পরীক্ষা চলাকালে কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ১২ জন। বৃহস্পতিবার মনপুরা উপজেলার হাজিরহাট হোসাইনিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মনপুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. টিপুর সুলতান বলেন, সুরমা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের উত্তর সাকুচিয়া মহিলা দাখিল মাদরাসা থেকে গত বছর দাখিল পরীক্ষায় শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিষয়ে ফেল করে ওই ছাত্রী। এবার একাই সে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ওই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা একজন হলেও দায়িত্বে পালন করেন একজন তদারকি কর্মকর্তা, কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, দুইজন অফিস সহকারী, অফিস সহায়ক দুইজন, ও পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/এমকেএইচ