দেশজুড়ে

গমের উৎপাদন ভালো হলে সরকারিভাবে কেনা হবে : খাদ্যমন্ত্রী

গমের উৎপাদন ভালো হলে সরকারিভাবে কেনা হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গমের উৎপাদন ভালো হওয়ার পরও যদি কৃষকরা দাম না পায় তাহলে সরকারিভাবে কেনা হবে। তবে গম কেনার সময় যদি স্থানীয় বাজারে দাম বৃদ্ধি পায় তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

Advertisement

শনিবার দুপুর ১২টায় নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে খাদ্যগুদাম পরিদর্শন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, নওগাঁয় যে ১৯টি খাদ্যগুদাম আছে তা পর্যাপ্ত না। ধারণক্ষমতা বৃদ্ধির জন্য বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) থেকে শহরের বাইরে একটি সিএসডি গুদামের অনুমোদন হয়েছে। এছাড়া নওগাঁ সদর উপজেলা, পত্নীতলা ও আগ্রাদ্বিগুনে আরও তিনটি খাদ্যগুদাম তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ সময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুসফিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, মান্দা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক স.ম জসিম উদ্দিন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান ও এসএম ব্রহানি সুলতান মামুদ গামা, যুবলীগের সভাপতি অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুসহ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

আব্বাস আলী/এফএ/এমকেএইচ