নওগাঁয় ব্রুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার বিকেল ৪টার দিকে নওগাঁ শহরের কাজীর মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৫ সিপিসি-৩ এর জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
আটকরা হলেন- শহরের উকিল পাড়া মহল্লার মৃত খলিল উল্লাহ মৃধার ছেলে সোহেল (৪৫), পার-নওগাঁ মহল্লার তেছের সরদারের ছেলে লিটন সরদার (৩৫) এবং কাছির উদ্দিনের ছেলে শুকুর আলী (২৪)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক আজমল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের কাজীর মোড়ে মাদক ব্যবসায়ী সোহেলের বাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় ১০৬ পিস ব্রুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ সোহেল, লিটন সরদার এবং শুকুর আলীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন- তারা দীর্ঘদিন যাবত নেশা জাতীয় মাদকদ্রব্য ব্রুপ্রেনরফিন ইঞ্জেকশন ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে থানায় সোপর্দ করা হয়েছে।
আব্বাস আলী/আরএআর/এমকেএইচ