রাজধানীর ফকিরাপুল এলাকার একটি ডাস্টবিন থেকে পিস্তল, ৫৫ রাউন্ড গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাতে ফকিরাপুলের কালভার্ট রোড থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে একটি লোহার ডাস্টবিনে এগুলো দেখে বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেয় পুলিশ। ডিস্পোজাল ইউনিট গুলি ও পিস্তল উদ্ধার করে এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।
ডাস্টবিন থেকে নাইন এমএম পিস্তলের মোট ৮ রাউন্ড গুলি, ২৮ রাউন্ড রাইফেলের গুলি, ১৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। গুলির গায়ে ‘মেড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।
পুলিশের পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি লোহার ডাস্টবিনে কিছু গুলি ও গ্রেনেড পাওয়া গেলে আমরা ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেই। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসব গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো- বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এআর/জেডএ/এমকেএইচ