বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আখ্যায়িত করে গাইবান্ধার চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন- সদর উপজেলার গিদারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার সদস্য মো আলিম উদ্দিন ও ৭নং ওয়ার্ড শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম বাদল।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত ছিলেন। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে তাদের উপলব্ধিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক দল। তারা এখনও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত। এমতাবস্থায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করে ১৮ ফেব্রুয়ারি সোমবার থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেন। তারা আপাতত আর কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না বলে উল্লেখ করেন।
জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ