দেশজুড়ে

পালাতে গিয়ে নিখোঁজ, ৪ দিন পর লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের ৪ দিন পর রিয়াদ সিকদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টায় কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রাম সংলগ্ন ফুলেশ্বরী খেয়াঘাট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ওসি মো. আবুবকর মিয়া।

নিহত যুবক কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও (চরপাড়া) গ্রামের মৃত শাহজাহান সিকদারের ছেলে। তিনি শীতলক্ষ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করতেন।

থানা সূত্রে জানা গেছে, নিহত রিয়াদসহ ৪ জনের একটি দল দীর্ঘদিন যাবৎ শীতলক্ষ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করতেন। গত রোববার ভোরে থানায় খবর যায় ওই ৪ জনসহ ৮ জন মাটি কাটার শ্রমিক ট্রলার নিয়ে ফুলেশ্বরী খেয়াঘাট থেকে মাটি কাটছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে মূল হোতা ৪ জন পালিয়ে যায়। এদিকে পুলিশ দেখে মাটি কাটার ৮ শ্রমিক শীতলক্ষ্যা নদী সাঁতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ৫ জন, ইঞ্জিন চালিত ট্রলার ও মাটি কাটার বেশ কিছু সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে যায়। বাকি ৩ শ্রমিক সাঁতরে ওপারে পালিয়ে যায়।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আবুবকর মিয়া জানান, আটকদের আদালতে পাঠানোর পর রিয়াদের পরিবার নদীতে তার নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবগত করে। পরে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে পাঠায়।

আব্দুর রহমান আরমান/এফএ/এমএস