দলিল লেখকদের টানা ৩০ দিন কলম বিরতির কারণে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গেছে জমির দলিল নিবন্ধন ও সম্পাদনের কাজ। এতে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার।
শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা জানান, ৩০ জানুয়ারি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সৈয়দ নজরুল ইসলাম অবসরে যান। পরে শ্রীপুরে খণ্ডকালীন সাব-রেজিস্ট্রারের দায়িত্ব পান গাজীপুর সদর অফিসের সাব-রেজিস্ট্রার মনিরুল ইসলাম।
গত ৫ ফেব্রুয়ারি মনিরুল ইসলাম যোগদান করলে দলিল লেখক সমিতি খণ্ডকালীন বাদ দিয়ে পূর্ণাঙ্গ সাব-রেজিস্ট্রার দাবিতে ঘুষ, দুর্নীতি ও হয়রানি বন্ধে কর্মবিরতি শুরু করেন। ১২ ফেব্রুয়ারি মনিরুল ইসলাম পুনরায় শ্রীপুরে দায়িত্ব পালন করতে এসে দলিল লেখকদের প্রতিবাদের মুখে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় হালিম নামের সদর রেজিস্ট্রি অফিসের এক দলিল লেখক শ্রীপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকসহ চারজনের নামে থানায় মামলা করেন।
শ্রীপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক উসমান গনি খোকা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সাব-রেজিস্ট্রার কিছু বহিরাগত নিয়ে এসে হামলা চালান এবং উল্টো আমাদের নামেই মিথ্যা মামলা দেন। শ্রীপুর একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে খণ্ডকালীন নয় পূর্ণাঙ্গ সাব-রেজিস্ট্রার চাই আমরা। এর দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত আছে।
দলিল লেখক সমিতির সভাপতি ও শ্রীপুর পৌর কাউন্সিলর শাহজাহান মন্ডল বলেন, শ্রীপুরে প্রতিদিন প্রায় শতাধিক দলিল রেজিস্ট্রি হয়। কিন্তু আমাদের দাবি খুব স্পষ্ট, গুরুত্বপূর্ণ বিবেচনা করে জনদুর্ভোগ লাগবে দ্রুত পূর্ণ সাব-রেজিস্ট্রার নিয়োগ করা হোক। একই সঙ্গে দলিল লেখকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।
এ বিষেয় খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, শ্রীপুর অফিসের যোগাদানের আগেই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। জোর করে কাউকে দলিল দাখিল করতে দেয়া হচ্ছে না। ১২ ফেব্রুয়ারি অফিসে আসার সময় আমার গাড়িতে হামলা চালিয়েছে কিছু দলিল লেখক। আমি ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ায় আন্দোলনে নেমেছে কিছু দলিল লেখক।
গাজীপুর জেলা রেজিস্ট্রার মুন্সী মোখলেছুর রহমান বলেন, এই অচল অবস্থা নিরসনে ইতোমধ্যে প্রধান নিবন্ধককে অবহিত করা হয়েছে। এর আলোকে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। দ্রুত এই অচল অবস্থার নিরসন হবে।
শিহাব খান/এএম/জেআইএম