পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়েছেন আবদুল্লাহ আল মামুন ওরফে আবদুল্লাহ (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ী। আহত অবস্থায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের চানমারী মোড় থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
আটক মামুন ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরনকোলা আলহাজ্ব ক্যাম্প মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গভীর রাতে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের চানমারী মোড় এলাকায় একদল অস্ত্রধারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ সেখানে অভিযান চালালে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে আবদুল্লাহ গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে একটি দেশীয় শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ আটক করে।
তাকে প্রথমে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও মাদক আইনে ১১টি মামলা রয়েছে। চিকিৎসা শেষে অস্ত্র আইনে নতুন মামলা নথিভুক্ত করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।
আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম