দেশজুড়ে

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সেলিম হোসেন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজদীখান উপজেলার ফুলহার গ্রামের ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে- নিহত সেলিম কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা গ্রামের আলমাস হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দোনালা বন্দুক ও একটি রাম দা উদ্ধার করেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত সেলিম ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান-টঙ্গিবাড়ী সার্কেল) আসাদুজ্জামান জানান, কয়েকজন সহযোগীসহ বহু মামলার আসামি সেলিম হোসেন ফুলহার গ্রামের ধলেশ্বরী নদীতে ট্রলারযোগে ঘুরাফেরা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে সেলিম ও তার সহযোগীরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ট্রলারটি ধলেশ্বরী নদীর তীরে নোঙর করে সেলিমের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর