রাজশাহীর গোদাগাড়ীতে কাঠের গুঁড়ি চাপা পড়ে রুবেল হোসেন (৩০) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস দফতর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন জেলার চারঘাট উপজেলার আড়ানী জাইগিরপাড়া এলাকার হাসেনআলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন সাইদুর রহমান (৩০) নামে আরেক ব্যক্তি। সাইদুর জেলার পুঠিয়া উপজেলার গোপালহাট এলাকার বাসিন্দা। দুর্ঘটনার সময় কাঠবোঝাই ট্রলির ওপরে ছিলেন সাইদুর। হতাহতদের উদ্ধার গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, সকালে কাঠের গুঁড়ি বোঝাই ট্রলিটি ফায়ার সার্ভিস দফতর অতিক্রম করছিল। এ সময় ট্রলির বাম পাশের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বোঝাইকৃত কাঠের গুঁড়ি খুলে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলিচালকের মৃত্যু হয়। পড়ে গিয়ে আহত হন আরোহী সাইদুর রহমান।
গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়ট নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস