দেশজুড়ে

বাসন্তী চাকমার বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি

সেনাবাহিনী ও বাঙালিদের নিয়ে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমার দেয়া বক্তব্য এক্সপাঞ্জ করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন পার্বত্যবাসী নামে একটি সংগঠন। রোববার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সচেতন পার্বত্যবাসীর আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্নার সভাপতিত্বে বক্তব্য দেন জাহাঙ্গীর কামাল, কাজী মো. জালোয়ার, জাহাঙ্গীর আলম, মো. কামাল উদ্দিন, রূপ কুমার চাকমা ও হাবীবুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, বাসন্তী চাকমা জাতীয় সংসদে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন তা পার্বত্যবাসীর অন্তরে আঘাত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে পার্বত্য জেলার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু বাসন্তী চাকমার এমন বক্তব্য ন্যাক্কারজনক। তার বক্তব্য পার্বত্যবাসীকে হেয় প্রতিপন্ন করেছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। সংসদ সদস্য বাসন্তী চাকমার বক্তব্য অতিদ্রুত জাতীয় সংসদের কার্যবিবরণী হতে এক্সপাঞ্জ করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে সচেতন পার্বত্যবাসীর নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ অধিবেশন চলাকালে বাসন্তী চাকমা সেনাবাহিনী ও বাঙালিদের নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেন। তার ওই বক্তব্যকে ঘিরে পাহাড় উত্তপ্ত হয়ে উঠেছে। পাহাড়ের বাঙালি সংগঠনগুলো বাসন্তী চাকমাকে উগ্র-সাম্প্রদায়িক আখ্যায়িত করে তাকে ক্ষমা প্রার্থনা করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার দাবি জানিয়েছে।

সাইফুল/আরএআর/এমএস