বিশ্ব ইজতেমার পর দাওয়াতে দ্বীনের কাজকে গতিশীল করতে জেলায় জেলায় শুরু হয়েছে ইজতেমা। দিল্লির নিজামুদ্দিন মারকাজের অনুসারিদের তত্ত্ববধানে অনুষ্ঠিত হচ্ছে এ ইজতেমা। গতকাল পিরোজপুর জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
জেলা ইজতেমার তারিখসমূহ-
> পিরোপজুর জেলা : ১-৩ মার্চ।> সিরাজগঞ্জ জেলা : ১৪-১৬ মার্চ। > খুলনা জেলা : ১৪-১৬ মার্চ। > নাটোর জেলা : ২১-২৩ মার্চ।> পঞ্চগড় জেলা : ২৮-৩০মার্চ।
আরও পড়ুন > তাবলিগের সাথীদের জন্য ১১ নির্দেশনা জারি করলো কাকরাইল
জেলা ইজতেমাকে উপলক্ষ করে প্রতিটি জেলায় দাওয়াতে দ্বীনের মেহনতে খুরুজের ব্যাপক প্রস্তুতি চলছে। বিভিন্ন ইউনিয়ন, থোনা ও হালকায় চলছে বিশেষ জোড়। মাস্তুরাতের পয়েন্টেও চলছে দাওয়াতের কাজ। জেলা ইজতেমা উপক্ষে জোড় ও চিল্লার জামাত বের হওয়ারও প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এমএমএস/এমকেএইচ