সিরাজগঞ্জে সদর উপজেলার চন্ডিদাসগাঁতী এলাকায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে হাফিজুল ইসলাম (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম (২০) সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন হোসেন জানান, হাফিজুল দীর্ঘদিন ধরে চন্ডীদাসগাঁতী সৈয়দ আকবর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাবার সময় হাফিজুল তাকে উত্ত্যক্ত করে এবং প্রাইভেট পড়ার কক্ষে একা পেয়ে জোরপূর্বক গায়ে হাত দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ওই যুবককে আটক করা হয়। দুপুরে আদালতের বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস