দেশজুড়ে

পাকশীতে রেললাইনের পাশে যুবকের লাশ

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী-খুলনা রেললাইনের পাকশী স্টেশনের জোড়া সিগন্যালের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করছে। যাত্রীবাহী কোনো ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/এমকেএইচ