চাঁদপুরের ব্যবসাকেন্দ্র হিসেবে খ্যাত শহরতলীর বাবুরহাট মধ্যবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের গোডাউনসহ ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর উত্তর ও দক্ষিণ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে অগ্রণী ব্যাংকের বাবুরহাট শাখা।
প্রত্যক্ষদর্শী পলাশ দে নামে একজন জানান, দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে তাদের মেশিন দিয়ে পানি দিতে গিয়ে তা বন্ধ হয়ে যায়। পরে এলাকার লোকদের সহযোগিতায় অনেক দূর থেকে পানি এনে আগুন নেভাতে হয়। বাজারে সকাল থেকে বিদ্যুৎ না থাকায় একটি মোবাইল কোম্পানির জেনারেটর বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মধ্য বাজারের প্লাস্টিক সামগ্রী, তুলা, হার্ডওয়ারসহ বিভিন্ন পণ্যের গোডাউন এবং স্বর্ণ, হোটেল, এলপি গ্যাসসহ ২০টি দোকানের মালামাল পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে অগ্রণী ব্যাংকের বাবুরহাট শাখা।
বাবুরহাট ব্যবসা প্রতিষ্ঠান মালিক সমিতির সভাপতি মো. দেলওয়ার হোসেন জাগো নিউজকে জানান, অগ্নিকাণ্ডে ২০/২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশপাশের খাল, ডোবা ও পুকুর ভূমি দস্যুরা ভরাট করে তা বিক্রি করায় পানির সংকট ছিল। এজন্য ক্ষতির পরিমাণ বেড়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ মনির জাগো নিউজকে জানান, খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৯টি গোডাউন ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ইকরাম চৌধুরী/আরএআর/এমকেএইচ