দেশজুড়ে

জাসদ নেতার ছুড়ে মারা বাটখাড়ার আঘাতে আ.লীগ কর্মীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিলে জাসদ নেতা-কর্মীদের হামলায় উজ্জল প্রামাণিক (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মীর মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রোববার কুষ্টিয়ার ৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করেই পাল্টে যায় উপজেলার চিত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষীপুর বিদ্যালয় কেন্দ্রে ফলাফল গণনা শেষে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী কামারুল আরেফিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাসদের ফারুকুজ্জামান জন’র থেকে বেশি ভোট পাওয়ায় উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি হাজী ওয়াহেদ মোড়ে এসে পৌঁছালে সেখানে একটি মুদি দোকানে অবস্থান নেয়া চিথলিয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওই দোকান থেকে ওজন মাপার বাটখাড়া ছুড়ে মারে। ছুড়ে মারা ওই বাটখাড়া উজ্জলের গায়ে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উজ্জল প্রামাণিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন। এদিকে উজ্জল প্রামাণিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে মিরপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত উজ্জল পাহাড়পুর-লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

আল-মামুন সাগর/এমএএস/পিআর