দেশজুড়ে

ঝড়ের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ দোকান ছাই

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন সংলগ্ন পতিরাজপুর সড়কের প্রবেশমুখে সাইদ খন্দকার মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দমকা বাতাসের সঙ্গে ধুলাবালি ওড়া শুরু হলে দ্রুত দোকান বন্ধ করার সময় একটি দোকানের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও মার্কেটের একটি মুদি দোকান, গোডাউন ও একটি মোবাইল ফোনের দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানদার মিন্টু।

মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা জানান, রেলগেট সংলগ্ন সাইদ খন্দকার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে কয়েকটি পরিবার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ভস্মীভূত হয়েছে মার্কেটের তিনটি দোকান। গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান ওই কর্মকর্তা।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমকেএইচ