দেশজুড়ে

নওগাঁয় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

নওগাঁয় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই ইছাহাক আলী (৩৫) মারা গেছেন। সোমবার সকালে উপজেলার নূরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। ইছাহাক আলী মৃত নুসির উদ্দিনের ছেলে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জাগো নিউজকে জানান, বড় ভাই জয়েনের বাড়ি ইট এবং ছোট ভাই ইছাহাক আলীর বাড়ি মাটি দিয়ে বানানো। মাটির বাড়িতে বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে বড় ভাই জয়েনের সঙ্গে সকালে ইছাহাকের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই লাঠি দিয়ে ইছাহাকের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ইছাহাককে মৃত ঘোষণা করেন। পুলিশ জয়েনের মেয়েকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালো পাঠানো হয়েছে বলে জানান তিনি।এমজেড/এমএস