দেশজুড়ে

নেত্রকোনায় নতুন করে ৫০ গ্রাম প্লাবিত

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে নেত্রকোনা সদরসহ ৪টি উপজেলার ৫০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। কংশ নদীর পানি বিপদসীমার ১০০ সে.মি ও সুমেশ্বরী নদীর পানি বিপদসীমার ৫০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বেড়েছে জেলার ছোট-বড় বেশ কয়েকটি নদীর পানি ।এদিকে জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, নাগড়া, সাতপাইসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।  শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বিঘ্নিত হচ্ছে পাঠদান। জেলার বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর ও নেত্রকোনা সদরসহ ৪টি উপজেলার  ৫০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলার ৫ শতাধিক পুকুর ও খামারের মাছ পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে কমপক্ষে ৩  হাজার হেক্টর জমির রোপা আমন । নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী খুশি মোহন সরকার জানান, কংশ নদীর পানি বিপদসীমার ১০০ সে.মি. ও সুমেশ্বরী নদীর পানি বিপদসীমার ৫০ সে.মি.উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমনকি নদীর পানি এখনো বাড়ছে।জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক বিলাস চন্দ্র সরকার জাগো নিউজকে জানান, ৫ শতাধিক পুকুর ও খামারের মাছ পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে কমপক্ষে ৩ হাজার হেক্টর জমির রোপা আমন । কামাল হোসাইন/এসএস/পিআর