নীলফামারীর ডিমলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে হতদরিদ্র নারীদের মাঝে স্মার্টফোন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পল্লীশ্রী রি-কল প্রকল্পের ইউনিট অফিসে এ স্মার্টফোন বিতরণ করা হয়।পল্লীশ্রী রি-কল প্রকল্পের আয়োজনে অক্সফার্ম এর অর্থায়নে হতদরিদ্র ১৫জন সিবিএ নেত্রীকে একটি করে স্মার্টফোন বিতরণ করা হয়েছে। স্মার্টফোনে বিশেষ সেবা সম্মিলিত কিছু প্রোগ্রাম চালু রাখা হবে যেখান থেকে তারা সমস্যা সমাধানের পরামর্শ গ্রহণসহ সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে পারবে। এছাড়াও দুর্যোগ মোকাবেলার পূর্ব প্রস্তুতি হিসেবে সদস্যদের মাঝে ৪টি করে গাছের চারা আমলকি, পেয়ারা, জলপাই ও আম্রপালি বিতরণ করা হয়।স্মার্টফোন বিতরণ করেন নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। পল্লীশ্রী রি-কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিখন, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ। জাহেদুল ইসলাম/এসএস/পিআর