কক্সবাজারের টেকনাফে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। বন্দুকযুদ্ধ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যার এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ।
তিনি আরও জানান, শনিবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার নবী হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন (২৬) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান।
এসময় পুলিশের এএসআই ফরহাদ, কনস্টেবল মাসুদ রানা ও ফাহিম নামে তিন সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ২ হাজার পিস ইয়াবা, ১২ রাউন্ড গুলি ও ৪০ রাউন্ড বুলেটের খোসা উদ্ধার করে।
একইদিন ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা মৌলভীবাজার দক্ষিণ পাড়ার মৃত কালা মিয়ার ছেলে আব্দুল জাব্বার (৪০) গাড়ির ধাক্কায় মারা গেছেন। ফজরের নামাজ শেষে রাস্তা পার হবার সময় গাড়ির ধাক্কায় নিহত হন তিনি। তিনি ৫ ছেলে-মেয়ের জনক।
অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ মডেল থানার পুলিশ শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন ঝাউগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. রফিক ওরফে সোনা মিয়া (২৪) নামে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে। তিনি টেকনাফের উত্তর জালিয়াপাড়ায় অবস্থানকারী পুরাতন রোহিঙ্গা সোলতান আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, তার স্ত্রীও আগে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে হতাশাগ্রস্ত সময় পার করছিলেন সোনা মিয়া। হয়তো এ হতাশা থেকে আত্মহননের পথ বেছে নেয় বলে ধারণা পুলিশের।
সায়ীদ আলমগীর/এমএএস/এমকেএইচ