উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ দিন সারাদেশের ১০টি বোর্ডে মোট ১৩ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অসাধুপন্থা অবলম্বন করায় ২১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক), ২য় পত্র, মাদরাসা বোর্ডের অধীনে হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এ দিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পরীক্ষা ছিল না।
সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা বিশ্লেষণ করে দেখা গেছে, এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিন ঢাকা বোর্ডে মোট ৩ হাজার ৯৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অসাধু পন্থা অবলম্বন করায় আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ৫১১ জন। বহিষ্কার হয়েছে একজন। কুমিল্লা বোর্ডে অনুপস্থিতি ৬৮৯, বহিষ্কার এক পরীক্ষার্থী। যশোর বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ২১২ জন, বহিষ্কার হয়েছে একজন শিক্ষার্থী। চট্রগ্রাম বোর্ডে অনুপস্থিতি ১ হাজার ৩২ জন, বহিষ্কার একজন। সিলেট বোর্ডে ৭৪৫ জন। বরিশাল বোর্ডে অনুপস্থিতি ৮১০ জন, বহিষ্কার দুইজন। দিনাজপুর বোর্ডে অনুপস্থিতি সংখ্যা ১ হাজার ২৯৮ জন, বহিষ্কার করা হয়েছে একজন পরীক্ষার্থীকে।
অন্যদিকে, মাদরাসা বোর্ডে শিক্ষার্থী অনুপস্থিতির সংখ্যা ২ হাজার ৭৯৯ জন, বহিষ্কার করা হয়েছে ছয় পরীক্ষার্থীকে। সবমিলিয়ে উপস্থিতি পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৭৮ হাজার ৭৩ হাজার ৬২৮ জন। অনুপস্থিতির সংখ্যা ১৩ হাজার ১৯৪। বহিষ্কার করা হয়েছে ২১ পরিক্ষার্থীকে।
তথ্য মতে, পরীক্ষার সময়সূচি অনুযায়ী পহেলা এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১২ থেকে ২১ মে’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।
এমএইচএম/এমএসএইচ/এমএস