দিনাজপুরের বিরল উপজেলার রামপুর বিওপির এক বিজিবি সদস্য বুকে গুলিবিদ্ধ হয়ে মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছেন। গুলিবিদ্ধ বিজিবি সদস্যের নাম মাসুদ রানা (২৫)।
তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইলিশাবাড়ী গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। তিনি দিনাজপুর কুঠিবাড়ী ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বিরল উপজেলার রামপুর বিওপিতে কর্মরত আছেন।
সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
বিজিবি সূত্র জানায়, বিজিবি সদস্য মাসুদ রানা বিরল উপজেলার রামপুর বিওপিতে ডিউটি করছিল। সন্ধ্যা ৭টার দিকে গুলির শব্দ পেয়ে অন্যান্য বিজিবি সদস্যরা ছুটে গিয়ে মাসুদ রানাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। রাত ৯টা পর্যন্ত তার অপারেশন চলছিল।
এ ব্যাপারে জানতে চাইলে ৪২ বিজিবির টুআইসি মেজর আরিফ জানান, মাসুদ রানার বুকের বাম পাশে গুলি লেগেছে। কীভাবে লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তার অপারেশন চলছে। তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সম্ভব হলে রাতেই ঢাকায় নেয়া হবে। তার অবস্থা আশঙ্কাজনক।
এমদাদুল হক মিলন/এমএএস/এমএস