যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাকে ভর্তি করা হয়। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোলাম সারোয়ার মিলন বিএসএমএমইউতে অধ্যাপক ফজলুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন।
গোলাম সারোয়ার মিলনের পরিবার তার আশু রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।
এইউএ/আরএস/পিআর